নাম্বার সেভ করা ছাড়া হোয়াটসঅ্যাপে কথা বলুন
ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট ও ফিচার আনছে হোয়াটসঅ্যাপ ৷ এবার আসছে আরও এক নতুন ফিচার ৷ এবার থেকে নম্বর সেভ না করেই মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে ৷ হোয়াটসঅ্যাপ মোবাইলে স্ট্যান্ডার্ড মেসেজ অ্যাপ্লিকেশনের মাধ্যেমে এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা । শুধু মেসেজ নয় টেক্সট মেসেজ, ভিটিও ছবি ও যেকোনও ডকুমেন্টও পাঠানো যাবে ৷ এখানে আমরা আপনাকে এমন কিছু পদ্ধতির কথা বলছি, যার সাহায্যে আপনি নম্বরটি সেভ না করেই হোয়াটসঅ্যাপে যে কাউকে মেসেজ করতে পারবেন।
পদ্ধতি 1: WhatsApp অ্যাপ্লিকেশনের মাধ্যমে নম্বর সংরক্ষণ না করে বার্তা পাঠান
এটি একটি অজানা নম্বরে WhatsApp বার্তা পাঠানোর সবচেয়ে সহজ উপায়
1. প্রথমে আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করুন
2. তার পর যেকোনো একটি আইডি ওপেন করুন
3. আইডি ওপেন করার পর যার সাথে আপনি কথা বলবেন তার নাম্বারটা ওইখানে সেন্ড করুন
4. সেন্ড করার পর নাম্বারের উপর একটা ক্লিক করুন
5. নাম্বারের উপর ক্লিক করার সাথে সাথে ওইখানে মেসেজের অপশন চলে আসবে
6. এইভাবে আপনি তার সাথে কথা বলতে পারবেন নাম্বার সেভ করা ছাড়াই হোয়াটসঅ্যাপে
আপনি কি এই টিপস এর ব্যাপারে আগে থেকেই জানতেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন
আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে
✍️Mohsin Bangla 📈
কোন মন্তব্য নেই